24 ghontay quran shikhi - ২৪ ঘন্টায় কোরআন শিখি
24 ghontay quran shikhi - ২৪ ঘন্টায় কোরআন শিখি |
২৪ ঘন্টায় কোরআন শিখি
অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে ঘরে বসেই হয়ে উঠুন আল-কোরআনে পারদর্শী 👉
'যখন তাদের প্রতি কোরআন তিলাওয়াত করা হয়, তখন তা তাদের ইমান বাড়িয়ে দেয়।' (সুরা-৮ আনফাল, আয়াত: ২)।
মহান আল্লাহ মানবজাতির প্রতি এক নিয়ামত হিসেবে কোরআনকে নাজিল করেছেন। ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে ধারণ করতে হলে কোরআন জানার কোনো বিকল্প নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা অনেকেই এখনও কোরআন তিলাওয়াত করতে জানি না।
তবে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন ঘরে বসেই সহজ ব্যাখ্যার মাধ্যমে সহীহ্ ও শুদ্ধভাবে আপনাকে কোরআন তিলাওয়াত শেখাতে টেন মিনিট স্কুলে চলে এলো '২৪ ঘন্টায় কোরআন শিখি' কোর্স। অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে এখন ঘরে বসেই আপনার কোরআন শিক্ষা হয়ে উঠবে অত্যন্ত সহজ ও আকর্ষণীয়।
কোর্সটি আপনাকে যেভাবে সহায়তা করবে:
-দ্রুত সময়ে সহজভাবে কোরআন শিখতে সাহায্য করবে
-আরবি হরফ মুখস্থ না করে বৈশিষ্ট্যের মাধ্যমে শেখাবে
-সহজ ও সাবলীল ভাষায় কোরআনের ব্যাখ্যা শেখাবে
-কোরআন শিক্ষাজনিত ভয় দূর করবে